মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান ওয়াদুদ সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহজালাল মাস্টার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক প্রমুখ। সভায় গজরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
চাঁদপুরনিউজ/এমএমএ/