মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এতিমখানায় অর্থ প্রদান ও গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন। বৃহস্পতিবার সকালে উপজেলা ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী এতিমখানা, দিঘলীপাড় এতিমখানা, দিঘলীপাড় (পশ্চিমপাড়া) এতিমখানা ও দক্ষিণ রাঢ়ীকান্দি মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের ঈদের জন্য অর্থ প্রদান করা হয়। নাউরী বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল আহমেদ।
এ সময় তিনি বলেন, বিএনপির জন্য আমার ত্যাগ-তীতিক্ষা কম নয়। বিএনপির সাথে আমার রক্তমাংস জড়িয়ে আছে। বিএনপির নেতা-কর্মীদের সুখে-দুঃখের আমি একজন অংশীদার। অথচ এলাকার সাবেক সাংসদ মোঃ নূরুল হুদা তাঁর পছন্দের লোকজন ও আত্মীয়স্বজন দ্বারা বিভিন্ন কমিটি করছে। দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে ৩শ’ ৭৫ সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলে কমিটি করেছে, শুধু নেতা-কর্মীদের মন রক্ষা ও তার পক্ষে কাজ করার জন্য। এ কমিটিতে প্রকৃত যুবদল কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি।স্বাধীনতার পর বেশির ভাগ সময় এদেশে বিএনপি ক্ষমতায় ছিলো। আর এ এলাকায় যিনি ক্ষমতায় ছিলেন, তিনি এলাকার উন্নয়নের চেয়ে তার আত্মীয়-স্বজনের উন্নয়নে ব্যস্ত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিবে আশা করি। আমি মনোনয়ন পেলে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে তাদের দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলের মতামত নিয়ে কাজ করবো। মতলবের মাটি ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।
এসময় বক্তব্য রাখেন- ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খন্দকার, কেন্দ্রীয় যুবদলের সদস্য নূর“ল হক জিতু, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য তোফায়েল আহমেদ পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান আপেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান বাদল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদল নেতা খায়রুল হাসান বেনু, উপজেলা সড়ক ও পরিবহন শ্রমিকদলের সভাপতি মহিন সরকার, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস পাটোয়ারী, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন প্রধান প্রমূখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।