প্রতিনিধি ॥
মতলব উত্তর উপজেলায় আহসান গ্রুপের উদ্যেগে যাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। শনিবার সকাল লতরদী ইসহাকিয়া ও এতিম খানায় থেকে ওই উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও ১টি পৌরসভা মেয়রের মাধ্যমে এবং এলাকার নারী-পুরুষের মাঝে ৫হাজার কাপর ও ৫হাজার লুঙ্গী বিতরণ করেন আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এএসএম কামরুল আহসান এবং আহসান গ্রুপের পরিচালক ইসফাক আহসান।
কাপর বিতরণ কালে উপস্থিত ছিলেন, লতরদী ইসহাকিয়া ও এতিম খানার মোহতামিম হাফেজ মো. ইসহাক, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান মুন্সি, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, এছাড়াও মোহানপুর, এখলাছপুর, বাগানবাড়ি, ইসলামাবাদ, কলাকান্দা, গজরা, ফতেপুর পূর্ব, ষাটনল, সুলতানাবাদ ও ছেঙ্গারচর পৌরসভার মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানরা।
তরুন শিল্পপতি ইসফাক আহসান এর সাথে কথা বললে তিনি বলেন, আমরা প্রতি বছর যাকাতের কাপর বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় শনিবার মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫হাজার কাপর এবং ৫হাজার লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুধু তাই নয় মতলব উত্তর উপজেলার ৩শ’ গৃহহীনকে গৃহদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। পূর্বের ন্যায় ভবিষ্যতেও মতলব উত্তর উপজেলা বাসীর সুখে, দুঃখে পাশে থাকার চেষ্টা করবো। আমার এবং আমার পরিবারের লোকজনের জন্য সকলে দোয়া করবেন।