গতকাল বুধবার সকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জানের সাথে ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় প্রায় ১ হাজার মোটর সাইকেল ভাড়ায় চলে। এর মধ্যে প্রায় ৫‘শ চালক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় ইউএনও একেএম মনিরুজ্জামান মোটর সাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, যাদের মোটর সাইকেলের লাইসেন্স নেই তাদের অতি শ্রীঘ্রই রেজিষ্ট্রশন করার জন্য আহ্বান করা হয়। বেপরোয়াভাবে গাড়ী চালানো থেকে বিরত থাকা, যেখানে-সেখানে পাকিং না করা, গাড়ীতে মাদকদ্রব্য বহন না করা, গাড়ী চালানোর সময় ইভটিজিং না করা, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের পরামর্শ দেন। ইউএনও আরো বলেন, গাড়ী চালানোর সময় সকল ড্রাইভারদেরকে অবশ্যই ইউনিফ্রম ব্যবহার করতে হবে। যাদের ইউনিফ্রম না আছে তারা খুব তাড়াতাড়ি তৈরী করে নিতে হবে। সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলাফেরা করতে হবে। তিনি বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই দেখে শুনে গাড়ী চালাতে হবে। এছাড়াও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের একটি কমিটি করার পরামর্শ দেন ইউএনও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার এসআই ওয়াজেদ আলী, উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন লোকজন।
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।