মতলব প্রতিনিধি =
গতকাল শুক্রবার মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামানের হস্তক্ষেপে দু’টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে।
জানা যায়, খবর পেয়ে উপজেলার নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান মধ্য হানিরপাড় গ্রামে গিয়ে আয়নাল হক মোল্লার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রেখা আক্তাকে ও লতুরদি গ্রামের গিয়ে নজরুল দেওয়ানের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী আঁখি আক্তারকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করে। পালালদ্দি গ্রামের আজারুল হকের ছেলে ফরহাদের সাথে রেখা আক্তারের ও বেগমপুর গ্রামের নূরুল ইসলাম মৃধার ছেলে আঃ কুদ্দুসের সাথে আঁখি আক্তারের বিয়ে হওয়ার কথা ছিল। লতুরদ্দি গ্রামের আঁখি আক্তারের বাবা নজরুল দেওয়ান ও বিয়ে করতে আসা বর আঃ কুদ্দুসকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন। মেয়ে বাবা ১৮ বছর আগে মেয়েকে বিয়ে দিবে না বলে মুচলেকা দিয়ে যান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান। এ বিষয়ে সহযোগিতা করেন মতলব উত্তর থানার এসআই ওয়াজেদ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।