শওকত আলী
আরবি পড়তে গিয়ে মসজিদের ইমামের হাতে ধর্ষণের শিকার হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর গ্রামের ৭ বছরের এক শিশু। বুধবার সকালে ওই এলাকার মিজি বাড়ি মসজিদে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। ইমাম হাফেজ এমদাদ উল্লাহ (৩০)কে পুলিশ আটক করেছে। সে ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি ধর্ষিত হওয়ার পর কাঁদতে কাঁদতে তার নানীর কাছে গিয়ে জানায়, ইমাম তাকে খারাপ কাজ করেছে। এরপর বাড়ির মহিলা ও পুরুষরা ইমাম এমদাদকে জিজ্ঞাসা করলে তিনি ঘটনাটি স্বীকার করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। গুরুতর আহত অবস্থায় শিশুটি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান শিশুটি প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের সহায়তায় চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। এলাকাবাসী ইমামকে মসজিদে আটক করে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। মতলব উত্তর থানার এসআই আবু হানিফ বলেন, ধর্ষণের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষক এমদাদ উল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
,