মতলব উত্তর প্রতিনিধি =
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় চৌরাস্তা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ২০ পিচ ইয়াবাসহ দু’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘনিয়ারপাড় গ্রামের বিরাজ দত্ত (৩৮) ও মুছা (২৫)-এর শরীর তলস্ন্লাশি করে ২০ পিচ ইয়াবা উদ্ধার করে। মাদকদ্রব্য বিক্রির অপরাধে তাদের আটক করে। অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ ও এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমি এ থানায় যোগদান করার পর থেকেই মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছি। মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদক ব্যবসা ও মাদকসেবীদের ব্যাপারে থানায় খবর দেয়ার জন্যে সর্বস্তরের মানুষের প্রতি আবেদন জানান।