মতলব প্রতিনিধি=
মতলব উত্তর থানা পুলিশ ইয়াবাসেবী জসিম (২৮) নামে এক যুবককে আটক করেছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি এলাকার রাস্তা থেকে ১ পিচ ইয়াবাসহ মতলব দক্ষিণ থানার চরমুকুন্দি গ্রামের লাল মিয়া সরকারের ছেলে জসিম (২৮)কে আটক করে পুলিশ। অভিযান পরিচালনা করেন এসআই মোঃ ওয়াজেদ আলী ও এএসআই মোবারক হোসেন। সোমবার সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।