প্রতিনিধি
মতলব উত্তর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০পিচ ইয়াবা ও প্রায় আধা কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসআই মিজানুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার গভীর রাতে উপজেলার ছেংগারচর পৌরসভার ওটারচর থেকে খাগকান্দা গ্রামের দুলাল প্রধানের ছেলে মাইন উদ্দিন (২৮) কে ২শ’৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছেন। পুলিশ জানায়, মাইন উদ্দিনের সাথে এ সময় রিয়াদ, শাহিন ও রোবেল নামে আরো ৩ জন দৌড়ে পালিয়ে যায়। মতলব উত্তর থানার এসআই জাহাঙ্গীর আলম গত রোববার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাচঁগাছিয়া মোফাজ্জলের চা দোকানের সামনে থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের শহীদ উল্লাহর ছেলে সোহাগ বেপারী (২৫) কে আটক করে। এসআই নুর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি মিয়াজী বাড়ি থেকে গত রোববার দুপুরে ২শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী চাঁদপুর সদর উপজেলার সিরাজুল ইসলাম বেপারীর ছেলে শাহাদাত হোসেনকে আটক করে। আটক ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মতলব উত্তর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মতলব উত্তরকে মাদক মুক্ত করতে আমরা সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সার্বিক সহযোগিতায় এ এলাকা মাদক মুক্ত হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।