মতলব উত্তরে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের সমাপ্ত হয়েছে। জলমহল, প্লাবনভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরন কার্যক্রমের আওতায় সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে শিকিরচর বিলে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় ১০ থেকে ১৫ সেমিঃ আকারের ২শ’ ৭৫ কেজি রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল আজিজ, মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, সমাজসেবক আঃ মতিন শিকদার, ক্ষেত্র সহকারি মোঃ তফাজ্জল হোসেন, মনিরুজ্জামান স্বপন,এমাহনপুর ইউপি সদস্য বাবুল হোসেন, পৌর যুবলীগ নেতা মোঃ সাহাদাত হোসেন।