প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় এক রাতে তিন গ্রামের ৪ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। থানায় একটির মামলা করা হলেও বাকি ৩জন অভিযোগ করেননি। থানা পুলিশ ডাকাতির সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার গালিমখাঁ ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে কামরুজ্জামান লিটন (৪০)-এর আধাপাকা টিনশেড ঘরে রাতে ডাকাত দল ঢুকে গৃহকর্তাকে মেরে নগদ ২ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার ৭ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। একই গ্রামের রেহান উদ্দিনের বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে লোকজনের হাত পা বেঁধে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। মান্দারতলী গ্রামের মৃত হানিফ মল্লিকের ছেলে প্রতিবন্ধী নজরুল ইসলামের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্ত্রী সুফিয়া, মেয়ে সুনিয়া ও ছেলে মুরাদের হাত-পা বেঁধে মোবাইল ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া বরুরকান্দি গ্রামের মৃত আবদুল মান্নান প্রধানের ছেলে ইব্রাহিম প্রধানের বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ৩৭ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাত দল।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শওকত জানান, একটি ডাকাতির মামলা হয়েছে। বাকিরা থানায় অভিযোগ করেনি। তারপরও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি একই ধরনের ঘটনা ঘটায় তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।