মতলব উত্তর উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সিজান ও রাহিম নামে দুই তরুণ নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার গজরা বাজারের দক্ষিণ দিক সোনামিয়া মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেঙ্গারচর বাজারগামী ফ্রেশ কোম্পানির একটি কাভার্ডভ্যান গজরা বাজারের দক্ষিণে টরকি কান্দা চৌরাস্তায় আসলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সাথে আঘাত লেগে ডান চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিজান ও আরোহী রাহিম মারাত্মক আহত হন। পরে চিকিৎসার জন্যে তাদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে চালক সিজান মারা যান।
আহত রাহিমকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলো। ঢাকা নেয়ার পথে রাত সাড়ে নয়টার দিকে রাহিমও মারা যান। নিহতরা হলেন লুধুয়া গ্রামের মানিক বেপারীর ছেলে সিজান (১৮) ও একই এলাকার হেলাল মিয়ার ছেলে রাহিম (১৮)।
এ ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ। ড্রাইভারের নাম মোঃ মোবারক হোসেন, পিতা মোঃ রিপন মিয়া, গ্রাম : ইন্দাচলী, থানা : করিমগঞ্জ, জেলা : কিশোরগঞ্জ। গাড়ির হেলপার পলাতক।
সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলো মতলবের সিজান ও রাহিম। মতলব উত্তর উপজেলার লুধুয়া আহম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে কয়েক সহস্রাধিক লোকের উপস্থিতিতে একসাথে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ৩১ আগস্ট সোমবার বাদ আছর লুধুয়া মাদ্রাসা গোরস্থানে তাদেরকে পাশাপাশি সমাহিত করা হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা রফিকুল ইসলাম। এলাকার গ্রহণযোগ্য ও জনপ্রিয় এই দুই তরুণের মৃত্যুতে স্থানীয়রা ছিলো শোকে মুহ্যমান।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন তোফায়েল হোসেন পাটোয়ারী। জানাজায় ফতেপুর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী বাদল, মতলব উত্তর কাজী সমিতির সভাপতি কাজী মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।