মতলব উত্তর সংবাদদাতা: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২০-২১ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।
আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কৃষি প্রকৌশলী মোঃ ওছমান গনি, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবর রহমান প্রমুখ।
উপজেলার পাহাড়েরচক গ্রামের কৃষক বাবুল মিয়া ও দক্ষিণ টরকি গ্রামের কৃষক আলাউদ্দিন সরকারকে ১২ লাখ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টার মেশিন অর্ধেক মূল্যে সরকারি ভর্তুকির মাধ্যমে প্রদান করা হয়।
এই যন্ত্রের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা যায় এবং অনেক সময় ও অর্থ বেচে যায়। ফলে কৃষক অনেক লাভবান হয়।