মতলব উত্তর সংবাদাতা: বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর চাঁদপুরের মতলব উত্তরে কর্মস্থল ফাঁকি দেওয়া কোটিপতি এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্যবিভাগ। এজন্য গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।
উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লবাইকান্দি গ্রামের মৃত গোলাম মাওলা প্রকাশ মালুম মোল্লার ছেলে মো. শাহজালাল। ১২ বছর আগে স্বাস্থ্য সহকারী পদে যোগ দেন। তার বর্তমান কর্মস্থল কৃষ্ণপুর কমিউনিটি ক্লিনিকে হলেও কিছুদিন আগে ছিল বড় মরাদোন কমিউনিটি ক্লিনিকে। পেশায় স্বাস্থ্য সহকারী হলেও সহকর্মীদের অনেকেই তাকে চেনেন না। কারণ কর্মস্থলে গড় হাজির থাকেন। আর এসময় তার মূল কাজ হচ্ছে ঠিকাদারী। তার এই অনিয়মের তথ্য তুলে ধরে বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশ করার পর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা গেছে, শাহজাহালালের স্ত্রী সুমি আক্তারের নামে রিজভিআপ নামে ঠিকাদারি লাইসেন্স আছে। তবে কৌশল করে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে যৌথভাবে সরকারি বিভিন্ন দপ্তরের কাজ করাচ্ছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এসব সরকারি দপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মো. শাহজালাল। একযুগে ৩০ কোটি টাকার ঠিকাদারি কাজ বাগিয়েছেন স্বাস্থ্যকর্মী মো. শাহজালাল।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুশরাত জাহান মিথেন বলেন, তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে। তবে স্বাস্থ্যকর্মী মো. শাহজালালের অনিয়ম নিয়ে আগেই জেলা সিভিল সার্জনকে অবগত করেছি।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, মো. শাহজালালের অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/