প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুরচর গ্রাম থেকে গাঁজা ও হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে চাঁদপুরের কোস্টগার্ড। এছাড়া পুলিশ মদসহ আটক করেছে ২জনকে। আটক স্বামী-স্ত্রীর কাছ থেকে ৫৪ হাজার ১শ� ৯৫ টাকা জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মনিরুজ্জামান নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বামী-স্ত্রীকে ১ বছরের সাজা প্রদান করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কোস্টগার্ড মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুরচর গ্রামে গিয়ে প্রথমে আটককৃতদের মেয়ের কাছ থেকে মাদক ক্রয় করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইনসহ বালুরচর গ্রামের কেরামত আলী দেওয়ানের ছেলে নেয়ামত আলী দেওয়ান (৬৫) ও তার স্ত্রী সাফিয়া বেগমকে আটক করে। তাদের কাছ থেকে ৫৪ হাজার ১শ� ৯৫ টাকা জব্দ করা হয়। বাড়ি তল্লাশির সময় তাদের মেয়ে পালিয়ে যায়। কোস্টগার্ড আটককৃতদের মোহনপুর পুলিশ ফাঁড়ির হাবিলদার একরামুলের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার একেএম মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বামী-স্ত্রীকে ১ বছরের সাজা প্রদান করেন। উল্লেখ্য, গত বছর ইয়াবা বিক্রির দায়ে সাফিয়া বেগমকে ১ বছরের সাজা দেয়া হয়। এছাড়া মাদকসহ পুলিশের হাতে আটক ২ জনকে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহাবুবুর রহমান জানান, মতলব উত্তরকে যে কোনোভাবে মাদকমুক্ত করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি। ইতিমধ্যে মাদক বিক্রিতা ও মাদকসেবী আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।