সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরের মতলব উত্তর মোহনপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারী রাতে গুলি বর্ষনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনকে বিবাদী করে মঙ্গলবার আদালতে মামলা দায়ের করেছেন মোহনপুর পর্যটন লিঃ এর ম্যানেজার কাজী জাকির হোসেন।
এজাহার আমলে নিয়ে ঘটনা তদন্তপূর্বক আলামত উদ্ধার করে প্রতিবেদন জমা দিতে মতলব উত্তর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
এতে বিবাদী করা হয়েছে, সাবেক মন্ত্রীপুত্র সাজেদুল হোসেন চৌধুরী দিপু, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, অপু চৌধুরী, আহার খালাশী, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা, শাহীন চৌধুরী, সম্রাট গাজী, আজাদ খালাশী, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, ছাত্রলীগ নেতা তামজিদ সরকার রিয়াদ, লিখন সরকার, খোরশেদ চৌধুরী, হোসেন মেম্বার, মেহেদী হাসান কাজল, কুদ্দুস, মামুন শিকদার, আক্তার সরকার, ইউসুফ ও সুমন বেপারী।
এজাহারে উল্লেখ করা হয়, উল্লেখিত বিবাদীরা এলাকায় সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে থাকে। অবৈধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি লুট করে এবং মাদকের ব্যবসা পরিচালা করে। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে কিছু বলে না। এমনকি সাবেক মন্ত্রীপুত্র দিপু চৌধুরী নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সম্পৃক্তসহ আর্ন্তজাতিক অপরাধের সাথে জড়িত। বিবাদীরা দিপু চৌধুরীর নির্দেশে সুভা চেয়ারম্যানের অবৈধ পিস্তল, শাহীন খালাশীর অবৈধ রিভালবার, সম্রাট গাজীর হাতে থাকা শর্টগান, মিনহাজ উদ্দিন খানের হাতে থাকা পিস্তল এছাড়া অজ্ঞাতানামা ২০/২৫ জনের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মোহনপুর পর্যটন সংলগ্ন মার্কেটে এসে এলোপাথারী গুলি ছুড়তে থাকে। ঘটনার পরে খবর পেয়ে থানা পুলিশ এসে গুলির খোসা ও আলামত জব্দ করেন। জীবনের নিরাপত্তাও চেয়েছেন বাদী।
চাঁদপুরনিউজ/এমএমএ/