আশিক বিন রহিম
মতলব উত্তর উপজেলার ছালেহা বেগম নামের (২৫) এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। মৃত্যুর বিষয়টি টের পেয়ে তার আত্মীয়স্বজনরা ৩১ আগস্ট গভীর রাতে
চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে লাশ রেখে গোপনে পালিয়ে গেছে।
হাসপাতাল ও চাঁদপুর মডেল থানা পুলিশের সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট রোববার গভীর রাতে মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রামের বিষপান করা ছালেহা বেগম নামের এক গৃহবধূকে তার স্বজনরা চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলে দ্রুত তার স্বজনরা সেখান থেকে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে গতকাল সোববার সকাল ১১টার দিকে মডেল থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক এস লাশের সুরতহাল করার জন্য থানায় নিয়ে যায়।
উল্লেখ্য, বিষপানে আত্মহত্যাকারী ছালেহা বেগমের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রামে। সে ওই গ্রামের মো. মামুন রহমানের স্ত্রী।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।