আরাফাত আল-আমিন: বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা, আনন্দ, বেদনা, উল্লাস ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে ২৪ প্রহর ব্যাপী মতলব উত্তর উপজেলার ধনাগোদা পশ্চিম পাড়ায় শ্রী শ্রী গৌর বিশ্বম্ভর ঠাকুরের হরিনাম মহাযজ্ঞ। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল (শনিবার) শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা, (রবিবার) মাঙ্গলিক অনুষ্ঠান ও মহানাম যজ্ঞের অধিবাস, (সোমবার ও বুধবার) অর“ণোদয় হতে ঊষালগ্ন পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ। এছাড়াও ছিল, সঙ্গীর্ত্তণ, জলকেলী, পালা কীর্ত্তণ, ভোগরাগ এবং মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করেন, জয় অনকূল ঠাকুর সম্প্রদায়, প্রাণ গোপাল সম্প্রঃ, গুরুভাই সম্প্রঃ, গৃহলক্ষী সম্প্রঃ, বিল্ব মঙ্গল সম্প্রঃ ও শিব-শিবানি সম্প্রদায়।
ধনাগোদা পশ্চিম পাড়ার সমাজ কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির সভাপতি ডাঃ পরিমল। বাগান বাড়ী ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য সেলিম মেম্বার ও ছন্দু মেম্বার জানান, হিন্দু মুসলমান ভাই ভাই। ধর্ম যার যার উৎসব সবার। একথা মনে রেখেই আমরা সকলের সহযোগীতাই অনুষ্ঠান সফল করতে পেরেছি।
আশে-পাশের এলাকা উৎসব ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে। হিন্দু মুসলমানসহ বিভিন্ন ধর্মের লোকজন অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন হরিবল দাশ, যুবসমাজ ও এলাকাবাসী। সেবামূলক কাজে নিয়োজিত ছিল ধনাগোদা সবুজ সংঘ।