প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার বদরপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শিমুলিয়া বালুয়াকান্দি গ্রামের আঃ বাতেনের ছেলে নয়ন (৩২), শিমুলিয়া গ্রামের মৃত রুহুল আমিন চৌধুরীর ছেলে ইব্রাহিম চৌধুরী (৩৮), মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ স্বপন (৪২) ও মৃত মকবুল দেওয়ানের ছেলে আলী আকবর (৪৮)। এসময় পালিয়ে যায় বদরপুর মোল্লাকান্দির মৃত আছমত আলীর ছেলে ভাষাইন্যা (২৮), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শিমুলিয়া বালুয়াকান্দি গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে মোঃ রিপন (৩৬), লতিফ মেম্বারের ছেলে মোজাম্মেল (৩৪)। ঘটনাস্থল থেকে ছুরি চাপাতি উদ্ধার করা হয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার জন্য এসআই মোবারক হোসেনের উপর হামলা করে। তার বাম ও ডান হাতে রক্তাক্ত কাটা ফুলা জখম হয়।
তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় এসআই মোবারক হোসেন বাদি হয়ে ডাকাতির প্রস্তুতিকালে সমবেত হওয়া ও ইচ্ছাকৃতভাবে সরকারি কাজে বাধাদানপূর্বক আঘাত করে জখম করার অপরাধে মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, বেলতলী বাজারের বেড়িবাঁধ সংলগ্ন স্বপনের একচালা টিনের ঘরের ভিতর স্বপনসহ ৮/১০জন বিভিন্ন এলাকার ডাকাত বেলতলী বাজার ও সংলগ্ন নদী পথে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এসআই মোবারক হোসেন, এএসআই আবদুস সালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
এসআই মোবারক হোসেন জানান, আটককৃত ও পলাতকরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। মুন্সিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর জেলাসহ আশপাশ এলাকায় স্থল ও নদী পথে ডাকাতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। আটককৃতদের শুক্রবার চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।