শাহরিয়ার খাঁন কৌশিক ॥ মতলব উত্তরে ফরাজিকান্ধি ইউনিয়নে নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষ নেওয়ায় ২ ভাইকে কুপিয়ে জখম করেছে পতিপক্ষরা। গত বুধবার দুপুরে আমিরাবাদ বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারিরা তাদের দুটি মটোরসাইকেল ভাংচুর করে প্রায় সাড়ে চার লক্ষ টাকা লুট করে নিয়ে পালিয়ে গেছে। গুরুত্তর আহত অবস্থায় আহত আতাউর রহমান সবুজ(৩২) ও আকতারুজ্জামান স্বপন(৪২)কে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা জানায়, গত ২৮ মে ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষ নেওয়ায় কামাল গাজী, সামিম গাজী, সাইফুল, হেলাল গাজী সহ ১০/১২ জন সন্ত্রাসী এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা আমাদের সাথে থাকা নগদ সাড়ে চার লক্ষ টাকা, দুটি মোবাইল লুট করে নিয়ে পালিয়ে যায়। নির্বাচনের পরে হামলাকারিরা বাজারে আসলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে বাজারে সকালে এসে দোকানে বসার পর এই ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্থতি চলছে বলে তারা জানায়।