মতলব উত্তরে পরকীয়া সম্পর্ক করার পর প্রবাসীর স্ত্রী ও যুবককে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত ১৩ জুলাই সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বারুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত দিন থেকে উক্ত গৃহবধূকে একই বাড়ির চাচাতো দেবর সাইফুল কুপ্রস্তাব দিয়ে আসতো। বিভিন্ন সময় তাকে বিরক্তও করতো। বিষয়টি ওই গৃহবধূ বাড়ির লোকজনকেও একাধিকবার জানিয়েছেন। সর্বশেষ গত ১৩ জুলাই গৃহবধূ গোয়াল ঘরে কাজ করা অবস্থায় তাকে জোর করে মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে সাইফুল।
এলাকাবাসী জানায়, সাইফুল ইসলাম ছেলেটি ভালই ছিল। এই গৃহবধূর খপ্পরে পড়ে সে নষ্ট হয়ে গেছে। তবে সাইফুলের সাথে প্রবাসীর স্ত্রীর বিগত দিনের পরকীয়া সম্পর্ক রয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী শাহীন বলেন, তাদের দেখে এমন বুঝা গেছে যে, আগ থেকেই যেন তাদের সম্পর্ক রয়েছে।
স্থানীয় নূরুল ইসলাম, আব্দুর রশিদ, উজ্জ্বল সরকারসহ একাধিক লোকজন বলেন, ওই গৃহবধূর সাথে সাইফুলের পরকীয়া সম্পর্ক আছে। হয়তো কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তাই সে সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে। ‘পরকীয়া সম্পর্ক না ধর্ষণ!’ বিষটি নিয়ে এখন পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
গৃহবধূটি জানায়, তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই সাইফুল পলাতক রয়েছে। সাইফুলের পারিবারিক সূত্র জানায়, সাইফুল এ ধরনের কোনো কাজে জড়িত নেই।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন বলেন, ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তদন্ত চলছে, শেষ হলে সত্যতা জানা যাবে। তবে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।