শাহরিয়ার খাঁন কৌশিক ॥
মতলব উত্তরে পল্লী বিদ্যুৎতের সংযোগ দেওয়ার নামে গাহকের টাকা আত্মাসাৎ করার শাহাজাহান মিজি (৪৫) নামে এক প্রতারককে গনধোলাই দিয়েছেন এলাকাবাসি। মতলব উত্তরের রাড়ি কান্ধি ও কাজী কান্ধির প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে হিসেব না দিয়ে নিজেই লোপাট করায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। এই ঘটনায় প্রতারক শাহাজান মিজির বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় মান্ধারতলী গ্রামের বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে প্রতারনা করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে টাকা নেওয়ার পর বাকবিতন্ডার এক পর্যায়ে এলাকাবাসি শাহজাহানকে গনধোলাই দেয়। সে ওই ঘটনাকে পুজি করে গ্রাহকদের টাকা না দেওয়ার জন্য তাদের নামে মামলা দিবে বলে হুংকার দেয়।
জানা যায়, মতলব উত্তরে পল্লী বিদ্যুৎতের ১০৪ নং লটের টেন্ডার না হলেও শাহাজাহান মিজি সেখানকার গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে মিথ্যা আশ্বাস দিয়ে জন প্রতি ৫ হাজার টাকা নিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া রাড়ি কান্ধি ও কাজী কান্ধির ২ কিলোমিলারের মধ্যে পল্লী বিদ্যুৎ এর ১০৩ নং লট মিন্টু সরকারের নামে ডিউলেটার হওয়ায় টেন্ডারের পর প্রতারক শাহাজাহান মিজি গ্রাহকদের ধোকা দিয়ে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় তার ছোট ভাই সাইদুরের সাথেও বাকবিতন্ডা সৃস্টি হয়েছে। এদিকে সে ১০৩ নং লটের খাম এনে দেওয়ার নামে ১ লক্ষ টাকা এলাকার লোকজনের কছে দাবি করে। সে একক ভাবে টাকা উঠানোর সময় এলাকার আলী রেজা মেম্বার, শাহালোম মিয়াজি , আলী বেপারী, নাছির বেপারী সহ বেশ কয়েকজনের সাথে বিরোধ হয়। এ নিয়ে এলাকার চেয়ারম্যান নূর মোহাম্মদ ও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক আমিনুল ইসলামকে নিয়ে বৈঠক হয়। তার পরেও শাহাজাহান মিজি তাদেরকে না জানিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। যে কোন মূহুত্তে ঘটতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষ।