মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা: নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে পেঁয়াজ চাষের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের তদারকি ও মূল্যায়ন কর্মকর্তা আবু নঈম মোঃ সাইফুদ্দিন।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, কৃষক নুরুল হক বেপারী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামাবাদ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মোঃ সালাউদ্দিন, আঃ বাতেন ও কৃষক-কৃষানীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবু নঈম মোঃ সাইফুদ্দিন বলেন, নিজেদের চাহিদা মেটানোর জন্য হলেও সবাইকে পেঁয়াজ চাষ করা দরকার। কারণ পেঁয়াজ প্রতিটি ঘরেই প্রয়োজন। নিজেরা চাষ করলে আর পেঁয়াজ কিনতে বাজারে দৌড়াদৌড়ি করতে হয় না। পেঁয়াজ মসলা জাতীয় খাদ্য হলেও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায়। তাই নিজেরা পেঁয়াজ চাষ করতে হবে এবং অন্যকেও পেঁয়াজ চাষে আগ্রহী করতে হবে।
তিনি আরও বলেন, গত বছর পেঁয়াজের দাম বাজারে অনেক বৃদ্ধি পেয়েছিল। তাই এবার সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকরা পেঁয়াজ চাষ করছেন। তাই পেঁয়াজের দাম এখনো শিথিল। সরকার চায় যাতে চাষীরা ন্যায্য দাম পায়। তিনি সবাইকে পেঁয়াজের পাশাপাশি সবধরনের মসলা ও সবজি জাতীয় ফসল চাষ করার আহ্বান জানান।
চাঁদপুরনিউজ/এমএমএ/