গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মে রাত সাড়ে ৮টায় মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় দুর্গাপুর ইউনিয়নস্থ ব্রাহ্মণচক গ্রামের খান বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোঃ হুমায়ুন খান (৩৬)-এর মেয়ে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত মুনি্ন আক্তার (১৬)-এর সাথে একই পাড়ার সরকার বাড়ির মোঃ আল-আমিন (৩৫)-এর বাল্যবিবাহ প্রস্তুতিকালে বর ও কনের পিতাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়কে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯-এর ৫ ধারার অপরাধে এক মাস বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। আসামীদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।