মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশব্যাপী উন্নয়ন প্রকল্পের আওতায় কালিপুর বাজারে ২তলা বিশিষ্ট (৪তলা ফাউন্ডেশন) গ্রামীণ বাজার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রকল্পগুলো উদ্বোধন করেন। পরে সাদুল্লাপুর ইউনিয়নে নবনির্মিত ৬ টি স্কুল ভবন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।
কালীপুর বাজার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল। মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস রহমত উল্যাহ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রমুখ।
গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাহান সরকার, শিবলী মেম্বার, রফিকুল ইসলাম, টিপু খান, জসিম উদ্দিন, সফিকুল ইসলাম মিয়াজী, বিল্লাল হোসেন প্রমুখ।
উত্তর আমিয়াপুর ডাঃ মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার প্রমুখ।
বারুর কান্দি সরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারি অধ্যাপক এইচএম শরীফ উল্লাহ’র সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাঠান বাজার আবিদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জোবাইর আজিম পাঠান স্বপনের সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/