প্রতিনিধি
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জুলাই রাতে সোহাগী (১৪) নামে এক কিশোরীর বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৮ জুলাই সন্ধ্যায় সোহাগী নামে বিষপানকারী এক রোগী আসে। জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃ রেজাউল করিম প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলে। পরে রাত দেড়টার সময় হঠাৎ সে পানি পানি বলে চিৎকার করে উঠে। পরে কর্মরত ডাঃ এসে সোহাগীকে মৃত ঘোষণা করেন। মতলব উত্তর থানা পুলিশ খবর পেয়ে থানার এসআই মিজানুর রহমান হাসপাতালে গিয়ে লাশের সুরতাহাল করেন এবং ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
ঘটনা সূত্রে জানা যায়, সোহাগী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের উজিয়ারা গ্রামের আবুল হাসেমের মেয়ে। সোহাগীর পিতা আবুল হাসেম জানান, পারিবারিক কারণে আমি আমার মেয়েকে গালমন্দ করি। সে কারণে অভিমান করে সে ঘরে থাকা কিরির ট্যাবলেট খেয়েছে।