মতলব উত্তর উপজেলায় বেশি দামে পণ্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ৩৭ হাজার
টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী
অফিসার এএম জহিরুল হায়াতের নেতৃত্বে উপজেলার ছেংগারচর বাজার মনিটরিং এবং
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বেশি দামে পণ্য বিক্রি করায় ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় রমিজ আলী (২৫), কবির (৬০),
মুখলেছুর রহমান (৫৫), আমিনুল (২৫) ও আল-আমিন (৩৬)কে ৩৭ হাজার টাকা জরিমানা
করা হয়। পাশাপাশি করোনা ভাইরাস গুজব ছড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে
বৃদ্ধি না করা হয় সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত উপস্থিত স্থানীয় জনগণসহ
সংশ্লিষ্ট সকলকে করোনা ভাইরাস বিষয়ে সতর্ক থাকা, বাজারে নিত্য প্রয়োজনীয়
পণ্যের কৃত্রিম সঙ্কট যাতে সৃষ্টি না হয় সেদিকে বাজার কমিটির সভাপতি ও
সাধারণ সম্পাদককে নজরদারি করার জন্যে অনুরোধ জানান। পাশাপাশি জনসাধারণকে
অহেতুক বিভ্রান্ত না হওয়ার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এ বিষয়ে কোনো সমস্যা
দেখা দিলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্যেও অনুরোধ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন
মৃধা।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।