মতলব উত্তর উপজেলার ছেংগারচর ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এণ্ড হাইজিন (ওয়াশ) কর্মসূচির উদ্যোগে স্টুডেন্ট ব্রিগেড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ছেংগারচর ওয়াশ কর্মসূচির কার্যালয়ে ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাক চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ চন্দ্র দাস। ওয়াশ কর্মসূচির মতলব উত্তর উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদউল্লাহ প্রধান, নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, প্রশিক্ষক ফারুক আহমেদ প্রমূখ।
উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয় ও নীলনগর উচ্চ বিদ্যালয়ের ১৬জন ছাত্র-ছাত্রী ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন। ওরিয়েন্টেশনে স্যানিটেশন টয়লেচ ব্যবহারের উপর প্রশিক্ষন প্রধান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেয়া হবে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।