প্রতিনিধি
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই অবাধে চলছিলো ভেজাল ও
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম আকস্মিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করেন। আর এসব ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে চারটি ফার্মেসী মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। যাদের জরিামানা করা হয় তারা হলো : উপজেলার দেওয়ানজিকান্দি গ্রামের ডাঃ এমএ করিমের ছেলে তোফায়েল আহম্মেদ, নজরুল ইসলামের ছেলে মোরশেদ আলম, মুন্সিরকান্দি গ্রামের মৃত শফিউল্লাহ প্রধানের ছেলে ফয়েজ আহমেদ, মিঠুরকান্দি গ্রামের আলহাজ্ব আবদুল লতিফ মাস্টারের ছেলে মোখলেছুর রহমান।