
করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে বাজারে মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত
হেেয়ছে। গতকাল ২৮এপ্রিল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত ২টি ব্যবসা
প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করে।
উপজেলার এখলাছপুর বাজারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএম জহিরুল
হায়াতে নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাজারের মুদি দোকানগুলোতে অভিযান
পরিচালনা করে। বাজারে মূল্যবৃদ্ধি করায় ২জন ব্যবসায়ীকে জরিমানা এবং
কয়েকজনকে সতর্ক করা হয়।
অভিযান প্রসঙ্গে ইউএনও এএম জহিরুল হায়াত বলেন, অভিযানের সময় বেশ কিছু
দোকানে মূল্য তালিকা না থাকাসহ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে দেখা যায়। এ
কারণে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা
ভাইরাসের অজুহাতে চাল, ডালসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ
পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত
থাকবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বাজার মনিটরিং করা হচ্ছে।
যারা নিয়ম মেনে ব্যবসা করছেন তাদের কোনো জরিমানা করা হচ্ছে না। আমরা কেবল
অসাধু ব্যবসায়ীদের আইন মেনে অর্থদ- দিচ্ছি। এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক
থাকছে। জেলা প্রশাসকের নির্দেশ না আসা পর্যন্ত আমরা বাজারে অবস্থান করে
মনিটরিং কার্যক্রম চালিয়ে যাব।
এ সময় এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, সিএ
আমিনুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সিনিয়র শিক্ষক
আমান উল্ল্যাহ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, ইউপি সচিব
আহমেদ করিম দিপু, কৃষকলীগ নেতা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।