প্রতিনিধি
মতলব উত্তরে সিপাইকান্দিতে সোমবার সকাল ৮টায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় নাজমা বেগম (৪৫), করুনা বেগম (৪০) ও মোঃ হৃদয় হোসেন (১০) নামে ৩জন গুরুতর আহত হন। আহতদের মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, আঞ্চলিক মহাসড়ক দিয়ে মতলব ফেরীঘাট থেকে একটি টমটম (ঢাকা-প-০৫-৪৫৭০) ছেড়ে আসলে সিপাইকান্দি বেরীবাঁধ সড়কের উপর অপরদিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা (চাঁদপুর-থ-১১-৫৬৬৩) এসে নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। দূর্ঘটনার সাথে সাথে টমটম চালক মান্নান ও সিএনজি অটোরিক্সা চালক ইসমাইল পালিয়ে যায়। সংঘর্ষে উপজেলার সতরদিয়া গ্রামের হৃদয় হোসেন, পশ্চিম রায়েরদিয়া গ্রামের একই পরিবারের নাজমা বেগম ও করুনা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই শাহজাহান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন ও দূর্ঘটনাকবলিত গাড়ি দু’টি জব্দ করেন।
‘স্থানীয়রা জানান, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এসব দূর্ঘটনা ঘটে। এ রুটে প্রায়ই বড় ধরনের দূর্ঘটনা ঘটছে। তারা মানছে না সরকারি নিয়মনীতি। ড্রাইভিং লাইনেন্স বিহীন চলাচ্ছে গাড়িগুলো।’ দূর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের মতলব স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মহিবুল্লাহ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর প্রেরণ করেন।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।