প্রতিনিধি
মতলব উত্তর উপজেলায় রাজিব হোসেন (২০) নামের এক মাদকসেবীকে দু মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসেবীকে দোষী সাব্যস্ত করে ১০ গ্রাম গাঁজা হাতেনাতে পাওয়ায় তাকে দু মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত রাজিব হোসেন মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের নূরুল হকের ছেলে।
জানা যায়, উপজেলার আনোয়ারপুর এলাকায় এএসআই মোজাম্মেল হক বৃহস্পতিবার রাত ২টায় তল্লাশি চালিয়ে রাজিবকে গাঁজাসহ আটক করেন।