মতলব উত্তর :
মা দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ বলেছেন, বাংলা আমাদের মা। এ পবিত্র ভূমি থেকে আমরা মহিলারা মায়ের চরিত্র অনুযায়ী সন্তানকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসীদের বিতাড়িত করবো। আমরা এ অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, কোন সন্তানের অবহেলায়, অযতেœ যেন কোন মাকেই বৃদ্ধ বয়সে অনাথ আশ্রমে যেতে না হয় সে ব্যাপারে সকল সন্তানদের সচেতন থাকতে হবে।
তিনি আরো বছেলেন, মা হচ্ছেন সন্তানের অভিভাবক, পরিচালক, দার্শনিক, শ্রেষ্ঠ শিক্ষক ও বড় বন্ধু। পৃথিবীতে আসার আগে সন্তান মায়ের গর্ভে তিলে তিলে বড় হয়। মায়ের দেহ থেকেই খাদ্য গ্রহণ করে। ইসলামে মায়ের মর্যাদা অসীম। মা’কে মহান আল্লাহ তা’য়ালা রাসূলে পাক হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর সর্বোচ্চ আসন দিয়েছেন। হাদিসে বলা আছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন ভাল মা দাও, আমি তোমাদের একটি ভাল জাতি উপহার দেব।
রোববার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে গজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. হানিফ দর্জিও সভাপতিত্বে ও ক্রেডিট সুপারভাইজার যুগল কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ছানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক অহেদুজ্জামান ওয়াদুদ, ভাতাভোগী ফরিদা ইয়াছমিন।
পরে গজরা ইউনিয়নের ৭৩জন মাকে মাতৃত্বকালীন ভাতা বহি প্রদান করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।