এসআই খোকন:
মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার ব্রাহ্মণচক গ্রামের মিয়াজী বাড়ির সন্নিকটে মোটরসাইকেলের ধাক্কায় সালেহা বেগম (৭৫) নামের এক পথচারী বৃদ্ধা নিহত হন।
জানা যায়, মঙ্গলবার সুজাতপুর-কালীপুর সড়কের ব্রাহ্মণচক মিয়াজী বাড়ির কাছে সালেহা বেগম রাস্তা পার হতে নিলে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে সালেহা বেগমকে প্রচণ্ডভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তিনি ব্রাহ্মণচক গ্রামের মৃত কালু আমিন মিয়াজীর স্ত্রী। পরে স্থানীয় লোকজন সালেহা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত ডাক্তার কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পর সালেহা বেগম মারা গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সংবাদ লেখা পর্যন্ত মতলব উত্তর থানায় এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।