মতলব উত্তর:
৭১ এর যুদ্ধাপরাধী, ধর্ষক, হত্যাকারী, রাজাকার, কাদের মোলা, গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে c-p-1মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন অফিসের সম্মুখ থেকে বের হয়ে রাঢ়ীকান্দি বাজার, রাঢ়ীকান্দি টেক্সার মোড়সহ ৪নং ওয়ার্ডের সকল রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় রাঢ়ীকান্দি বাজারে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম প্রধান, সমাজ সেবক ডাঃ মোশারেফ হোসেন, ডাঃ আঃ হান্নান, সাবেক ছাত্রনেতা আল-মামুন সরকার, যুবলীগ নেতা মাসুদুর রহমান, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক নাজমুল সরকার, যুবলীগ নেতা সাহেদ মৃধা, ৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মিলন সরকার, সহ-সভাপতি মঞ্জুর ইসলাম, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি রিপন সরকার, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান শুভ, ওমর কাজী, সুমন পাটোয়ারী প্রমুখ। উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় এলাকার সর্বস্থরের জনগন অংশ গ্রহন করেন।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।