মতলব প্রতিনিধি :মতলব উত্তর উপজেলার লুধুয়া হাই স্কুল এণ্ড কলেজ মাঠে আজ রোববার বিকেলে ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল ও উপজেলা তাঁতীদল সভা আহ্বান করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। দু’পক্ষই সভার আয়োজন করছে, মাইকিং করছে। শনিবার বিকেলে উপজেলা তাঁতীদলের পক্ষে বিভিন্ন রাস্তায় মাইকিং শোনা যায়। জানা যায়, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী নূরুল হুদা সমর্থিত ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদল ১, ২ ও ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সভা করতে রোববার বিকেলের জন্য লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠ ব্যবহারের অনুমতি নেয় গত ২৮ আগস্ট। এ সভায় নূরুল হুদার ছেলে তানভীর হুদা প্রধান অতিথি থাকার কথা ছিলো বলে জানা গেছে। অপরদিকে কেন্দ্রীয় বিএনপির অপর সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন সমর্থিত উপজেলা তাঁতীদল ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ওই মাঠ ব্যবহারের জন্য মোবাইলে অনুমতি চায় কলেজের অধ্যক্ষের নিকট। অনুমতি না নিয়েই তাঁতীদল মাইকিং করতে থাকে। তাদের মাইকিং শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। তাঁতীদলের অনুমতি চাওয়ার বিষয়টি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নিকট জানালে তিনি উভয় সভা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাতিলের নির্দেশ প্রদান করেন। ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম মামুন জানান, লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের জন্য ২৮ আগস্ট অনুমতি নেয়া হয়েছে। আমরা সভা করার সকল প্রস্তুতিও সম্পন্ন করেছি। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, তাঁতীদল পরিকল্পিতভাবে যুবদলের সভা ভণ্ডুল করার জন্য একই স্থানে একই সময়ে সভা আহ্বান করেছে। উপজেলা তাঁতীদলের সভাপতি হেলাল উদ্দিন প্রধান বলেন, লুধুয়া কলেজ মাঠে সভার বিষয়টি আমার জানা নেই। তবে ইউনিয়ন কমিটি সভা আহ্বান করতে পারে। এদিকে লুধুয়া হাই স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বলেন, যুবদল সভা করার অনুমতি নিয়েছিলো। তাঁতীদল অনুমতি চাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাতে অনুমতি বাতিল করে চিঠি দেয়া হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি-জামায়াত মুখোমুখি
গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামায়াত কার্যত মুখোমুখি অবস্থানে। অনেকটা ‘পয়েন্ট অব নো... বিস্তারিত
নতুন পে স্কেল বেতন বাড়তে পারে ৭০ থেকে…
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ বিষয়ে বিভিন্ন... বিস্তারিত
গেজেট থেকে ১২৮ জন জুলাই যোদ্ধার নাম বাতিল
জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট... বিস্তারিত
বন্ধ হচ্ছে অননুমোদিত মোবাইল ফোন
দেশে অবৈধভাবে আমদানিকৃত ও নিবন্ধনবিহীন মোবাইল ফোনের ব্যবহার রোধে আগামী ১৬ ডিসেম্বর থেকে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
