সংবাদদাতা:
মতলব উত্তরে ইশরাত জাহান নিঝুম (৬) নামে এক শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে অপহরণকারী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১ টায় বদরপুর মাজারের কাছে। পরে এলাকাবাসী অপহরণকারী বাগানবাড়ি ইউনিয়নের নবিপুর গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে শরীফ মোল্লা (৩৫)কে পুলিশে সোপর্দ করে। উদ্ধারকৃত শিশু ইশরাত জাহান নিঝুম উপজেলার ছেংগারচর পৌরসভার ৮নং ওয়ার্ডের এমদাদ হোসেন সরকারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অপহরণকারী মো. শরীফ মোল্লা ছেংগারচর নবাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী ইশরাত জাহান নিঝুমকে সাইকেলে করে নিয়ে যাওয়ার সময় শিশুটির কান্নাকাটিতে মানুষের সন্দেহ হয়। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপহরণের কথা স্বীকার করে।