প্রতিনিধি
মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ৩ জনকে আটক করছে মতলব উত্তর থানা পুলিশ। দুপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল গ্রামের নূর মোহাম্মদ বেপারীর ছেলের ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামী সফিকুল ইসলাম (৩০)কে মতলব উত্তর থানার এএসআই আব্দুছ সালাম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া থেকে আটক করে মতলব উত্তর থানায় নিয়ে আসে। যার মামলা নং সিআর ১১৯/২০০৮। এদিকে মতলব উত্তর উপজেলার নবীপুর গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে সিআর ৩১৫/১০ প্রতারণা মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী শাহজাহান সরকার (৫৩)কে কালীপুর বাজার থেকে আটক করে মতলব উত্তর থানার এসআই আবু হানিফ। এদিকে সকালে জিআর ৬৮/৯৫ মামলায় এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর গ্রামের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও একাধিক মামলার আসামী ওয়াজকুরুনী (৫০)কে আটক করেছে এএসআই মোজাম্মেল হক। গত শনিবার সকালে এখলাছপুর থেকে আটক করে মতলব উত্তর থানার আনা হয়।
জানা যায়, ১৯৯৫ সালে মতলব উত্তর উপজেলার এখলাছপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত এলাহী প্রধানের ছেলে ওহাব প্রধানকে আটক ওয়াজ কুরুনীসহ মোট ১৩ জন এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে। পরে ওহাব প্রধান থানায় একটি ফৌজদারী মামলা দায়ের করে। সেই মামলায় ১৩ জনের বিরুদ্ধে আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। আটক ওয়াজ কুরুনী ঐ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী। এছাড়াও ওয়াজকুরুনীর বিরুদ্ধে ২০১২ সালের ১৭ জুলাই একই গ্রামের ফারুক প্রধানের স্ত্রী মনিরা বেগম ফেন্সী মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়াও সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। একই মামলার সাজাপ্রাপ্ত আসামী রেহান উদ্দিন (৪৫) ও মুনছুর প্রধান (৬০)কে মতলব উত্তর থানা পুলিশ আটক করে চাঁদপুর জেলা হাজতে প্রেরণ করে। ঐ মামলার অন্য আসামীরা হলো : উপজেলার এখলাছপুর গ্রামের মৃত মোছলেম প্রধানের ছেলে বিল্লাল হোসেন, মৃত আলী আহাম্মদ বেপারীর ছেলে শামছুল হক, মৃত আঃ খালেকের ছেলে নূর হোসেন হাওলাদার, নূর হোসেন হাওলাদারের ছেলে রেহান উদ্দিন হাওলাদার, মৃত গোল বক্স বেপারীর ছেলে গোলাম হোসেন বেপারী, ডেঙ্গর আলী প্রধানের ছেলে মোছলেম প্রধান, মোছলেম প্রধানের ছেলে আব্দুছ শুক্কুর ও মোহাম্মদ হোসেনসহ মোট ১৩ জন।