মাহবুব আলম লাভলু:
বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু ছালেহ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম, একাডেমি সুপারভাইজার কামরুনাহার, সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেবাত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লা প্রধান, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা, কালিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামূল হক, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ছেংগারচর ডিগ্রি কলেজের প্রভাষক এমএ হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম প্রমুখ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।