মতলব উত্তর : মতলব উত্তর উপজেলার বড় হলদিয়া গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীর সাথে অভিমান করে সাইফুল ইসলাম (২২) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। শনিবার রাত ১১টায় ঘরে থাকা কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। দ্রুত শ্বশুর বাড়ির লোকজন সাইফুলকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্মরত চিকিৎসক জানান, অতিরিক্ত কীটনাশক পান করায় তার অবস্থা এখনো শঙ্কা মুক্ত নয়। আত্মীয়স্বজনরা জানায়, সাইফুল মতলব ডিগ্রি কলেজ পড়ুয়া এক ছাত্রীকে ৭ মাস আগে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে সাইফুলের পরিবার তার স্ত্রীকে মেনে না নেয়ায় দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।