মতলব উত্তর সংবাদদাতা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে প্রতিনিয়ত বাড়ছে আতংক। ক্রমান্বয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় দেশের সকল নাগরিকেরস্বাস্থ্যবিধি মানাতে ধীরে ধীরে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। অপরদিকে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু করোনা সচেতনতায় একেবারেই উধাসীন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাধারণ মানুষ। উপজেলার হাটবাজার, গণপরিবহন এবং রাস্তাঘাটে স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কাই দেখা যাচ্ছে না।
এদিকে স্বাস্থ্যবিধি মানাতে প্রতিনিয়তই উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টওপরিচালনা করা হচ্ছে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে। গত ৩১ মার্চ ও ১ এপ্রিল দুই দিনে মোবাইল কোর্টে ৯ জনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমানআদালত। আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা। তিনি বলেন, মাস্ক পরিধানে ও স্বাস্থ্যবিধি মানাতে সর্বদামাঠে কাজ করছি। গত দুই দিনে ৯ জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে স্বাস্থ্য সচেতনার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। মাস্ক না পরতেদেখাচ্ছে নানা অজুহাত। মাস্ক ছাড়াই চলছে অধিকাংশ কাজ। মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার, নতুন বাজার, সুজাতপুর বাজার, বেলতলী বাজারসহ বিভিন্ন হাট-বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকা মাস্ক ছাড়াই অনেকে ঘোরাফেরা করছে। কেউ কেউ মাস্ক ঝুলিয়েরেখেছে থুতনিতে। গণপরিবহনের শ্রমিক ও রিকশাচালকদের মধ্যে অধিকাংশের মুখে মাস্ক নেই।
ছেংগারচর বাজারে রিকশাচালকরা বলেন, সারাক্ষণ যাত্রীরা ওঠানামা করছে। মাস্ক পরলেও করোনা থেকে রেহাই পাওয়া যাবে না বলে তার ধারণা।তাই মাস্ক খুলে রেখেছেন। এই চৈত্রের দাবদাহ গরমে মাস্ক পরে রিকশা চালাতে কষ্ট হয়। তাই জরিমানার ভয়ে পকেটে ও থুতনিতে মাস্ক রেখেআমরা রিক্সা চালাই। ছেংগারচর বাজারের অটো স্ট্যান্ডের লাইন ম্যান মো. মানিক মিয়া বলেন, আমি লাইন ম্যান হিসেবে প্রত্যেক অটোরিকশারড্রাইভার ও যাত্রীদেরকে মাক্স পরার জন্য আহ্বান জানাই, কেউ মানছে কেউ মানছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, করোনার ভ্যাকসিন আসারপরেও মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখা এই তিনটি কাজের বিকল্প নেই।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, করোনা পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ আকার ধারণ করতে পারে।মাস্ক পরা নিশ্চিতে আইনশৃক্সখলা বাহিনী ‘মাস্ক পরার অভ্যাস-কোভিডমুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানে আমরা মতলব উত্তর থানা পুলিশের আয়োজনেসপ্তাহব্যাপী বিশেষ উদ্ভুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করেছি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নেহাশিস দাশ বলেন, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য সচেতন হতে ইতোমধ্যে সরকারের নির্দেশনাপেয়েছি। করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। এরপরও যারা মাস্কব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলবে না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নিজের ও নিজের পরিবারের জন্য হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ।
চাঁদপুরনিউজ/এমএমএ/