মতলব উত্তর প্রতিনিধি ॥
গতকাল শনিবার বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি জামে মসজিদ সংলগ্ন মতলব ফেরীঘাট-শ্রীরায়েরচর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ২ গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের বক্তব্যে জানা যায়, ঢাকা থেকে চাঁদপুরগামী একটি সাদা রংের প্রাইভেটকার কুষ্টিয়া জেলার ইঞ্জি. সিরাজুল ইসলাম (৪৪) চালিয়ে আসছিল। সাথে তার দুই সন্তান মাইসা (৯) এবং আবির (৬) গাড়ীতে ছিল। মমরুজকান্দি মসজিদের কাছে আসলে গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টিয়ে পুকুরে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বাবা ও ছোট ছেলেকে চাঁদপুর হাসপাতালে প্রেরন করেন ও থানা পুলিশকে খবর দেন। অপর সন্তান মেয়েটিকে পুলিশ হেফাজতে রাখা হয়। সিরাজুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মমরুজকান্দি গ্রামের আলমগীর হোসেন ও মেম্বার হেলাল উদ্দিন এসে পুলিশের সহায়তায় গাড়ীটি উদ্ধার করতে সক্ষম হন এবং দুর্ঘটনায় কবলিদের স্বজনদের খবর দেন। স্বজনরা এসে পুুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের দর্ঘটনায় কতলিত মাইসা ও আবিরকে বুঝে নেন। গাড়ীটি থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।