চাঁদপুরের মতলব উত্তরে মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম (৪৫) নামে ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনার সময় শফিকের মটর সাইকেলের পিছনে বসা তার মেয়ে ইশরাত জাহান সাথী (২৬) ও অপর মরট সাইকেল চালক শিপন (২০) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টায় ছেঙ্গারচর পৌরসভার ঠাকুরচর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ পূর্ব ইউনিয়নের মৃত সুলতান সরকারের ছেলে। সে নিজ এলাকায় মুদি ব্যবসায়য়ী ছিলেন। মতলব উত্তর থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে দু’টি মটর সাইকেল দ্রুত গতিতে আসার কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে দূর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল জানান, নিহত শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী পক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।