চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক কামালের নেতৃত্বে এসআই মোঃ ইব্রাহিম, এএসাই রাশেদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ১৬ জুলাই রাতে মতলব উত্তর থানাধীন ফরাজীকান্দি ইউনিয়ন এলাকার চরকালিয়া গৌরাঙ্গ বাজারে অভিযান পরিচালনা করে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো মিরপুরের নূর মোহাম্মদ (৫০), ঠাকুরপাড়ার নূরে আলম (২৯), কাউসার (৪০), তপাদারপাড়ার হারুন অর রশিদ (৫৫), রফিকুল ইসলাম (৪৫), উত্তর রামপুরের হানিফ (৩৫), আল-আমিন (৩০), সরকারপাড়ার সোলেমান (৪৫), ইলিয়াছ, ইসলামাবাদের টিপু সুলতান (৪৫)। সোমবার সকালে আটককৃতদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হক কামাল বলেন, মতলব উত্তর থানাকে অপরাধমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।