প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি (আওলা) গ্রামে ভাঙ্গারী হকার কর্তৃক ৪ বছরের এক শিশু ধর্ষিত হয়। জনতা ধর্ষক লিয়াকত আলী (৪৫)-কে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে। রাতে শিশুর পিতা বাদী হয়ে মতলব উত্তর থানা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলা নং-১, তারিখ ০২-০১-২০১৪।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মমরুজকান্দি গ্রামের পাশ দিয়ে ভাঙ্গারী হকার (গাট্রা মিঠাই) বিক্রেতা ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার কদমতলা গ্রামের মৃত. আবদুল বারেকের ছেলে লিয়াকত আলী শিশুটিকে গাট্রা মিঠাই দেয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটির মা টের পেয়ে শিশুর বাবাকে জানালে স্থানীয়দের সহায়তার এনায়েতনগর বাজার থেকে ধর্ষক লিয়াকতকে আটক করে। গাট্রা বিক্রেতারা এনায়েতনগর বাজার এলাকায় ধনাগোদা নদীতে নৌকায় থেকে ভাঙ্গারী দিয়ে গাট্রা বিক্রি করে।
গতকাল শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর হাসপাতালে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। আটক লিয়াকত আলীকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।