মতলব উত্তর: মতলব উত্তর উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই ইউনিয়ন নেতাদের নের্তৃত্বে চলছে মিছিল মিটিং সমাবেশ। এই সমস্ত মিটিং মিছিল সমাবেশে ইউনিয়ন নেতাদের পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত। কাউন্সিল ঘিরে পুরো উপজেলা সাজ সাজ রব। ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা। কাউন্সিলকে ঘিরে উপজেলার হাট বাজারের চায়ের দোকানগুলোতে চলছে গুঞ্জন। কে হবেন কোন ইউনিয়নের আগামী দিনের কান্ডারী তা দেখার অপেক্ষা করছেন স্থানীয়রা।
এ সব জল্পনা-কল্পনার মধ্যে মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জহিরাবাদ, ইসলামাবাদ, এখলাছপুর, ফতেপুর পশ্চিম, ফতেপুর পূর্ব, ফরাজীকান্দি, গজরা ও ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন হয়েছে। এর মধ্যে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের কমিটি ঘোষনার অপেক্ষায় রয়েছে বাকী ৭টি ইউনিয়নের কমিটি ঘোষনা কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ শুক্রবার সকালে কলাকান্দা ও বিকেলে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে
সূত্রমতে, আগামী মাসের মধ্যেই উপজেলা পর্যায়ের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে সরগরম হয়ে উঠেছে আওয়ামীলীগের রাজনীতির মাঠ। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে রীতিমতো স্নায়ুযুদ্ধ। ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে চলছে ভোট বাড়ানোর রাজনীতি।
এদিকে উপজেলা সম্মেলনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের (ইউনিয়ন কমিটি) চলমান কাউন্সিলে এসেছে প্রাণচাঞ্চল্য। উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১ পৌরসভা পর্যায়ের কাউন্সিল চলছে। চলতি মাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভার সব কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
ইতিমধ্যে হয়ে যাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। প্রতিটি সম্মেলন খুব ঘনঘটা করে অনুষ্ঠিত হয়েছে। নেতা-কর্মীদের উপস্থিতিও ছিলো বেশ। সম্মেলন সমাবেশে রূপ নেয়। প্রতিটি সম্মেলনে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা- উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতি ছিল।