সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতির আব্দুল লতিফ মিয়াজীর বিরুদ্ধে অনাস্থা দিয়েছে সেক্রেটারী’সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। প্রেসক্লাবের নিয়ম বহির্ভূত কাজ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় শুক্রবার (ফেব্রুয়ারী) সকালে এক জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তার প্রতি অনাস্থাপত্র প্রদান করা হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ জানান, গত ৫ ফেব্রুয়ারী মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের ২০২১-২২ কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচন কেন্দ্র করে অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হন আব্দুল লতিফ মিয়াজী। যা সংগঠনের সম্পূর্ণ পরিপন্থি ও সংগঠনের ভাবমূর্তি প্রচন্ড ক্ষুণ্ন হয়েছে। তাই তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম’সহ সদস্যবৃন্দ।
অনাস্থাপত্রে উল্লেখ করা হয়, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নির্বাচনে যে অনৈতিক কর্মকান্ড করা হয়েছে তা সম্পূর্ণ সংগঠন পরিপন্থি। যা নির্বাচন পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকায় পরবর্তী কার্যক্রম ঘিরে তার প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) ১১ জন সদস্য কতৃক একটি অনাস্থাপত্র প্রদান করা হয়।
পরবর্তীতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় আলোচনা করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচনে অনৈতিক কর্মকান্ডের বিষয়টি অস্বীকার করেন সভাপতি আব্দুল লতিফ মিয়াজী।
চাঁদপুরনিউজ/এমএমএ/