মনিরুল ইসলাম মনির:মতলব উত্তর উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক গতকাল মঙ্গলবার বিকেলে বর্ষায় প্লাবিত ধান ক্ষেত, উন্মুক্ত জলাশয়, খাল-বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন কালীপুর- গাজীপুর খালের চান্দ্রাকান্দি খাল ফিশারীতে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ তাফাজ্জল হোসেন, যুবদল নেতা শাহদাত হোসেন, মোঃ শাহজালাল হোসেন, সাদুল্লাপুর ইউপি সদস্য মোঃ আবদুল খালেক, ছাত্রলীগ নেতা রাশেদ, মিন্টু, সোহেল ও জসিম পাটোয়ারী ও উপজেলা মাছের পোনা অবমুক্তকরণ কমিটির সদস্য বৃন্দ। গতকাল ৩শ’ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
চাঁদপুর নিউজ সংবাদ