মতলব উত্তর: চাঁদপুরের মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে । গতকাল শুক্রবার উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ কেন্দ্রে এসোসিয়েশনের উপবৃত্তি পরীক্ষায় উপজেলার ৯টি কিন্ডারগার্টেনের ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। কেজি-১ এ ৭৭জন, কেজি-২ এ ৬০জন, কেজি-৩ এ ২৫জন ও কেজি-৪ এ ২১জন পরীক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহনকারী কিন্ডারগার্টেনগুলো হলো: ইউসূফ মেমোরিয়াল কিন্ডারগার্টেন, মিজান কিন্ডারগার্টেন, শিশুবিদ্যা নিকেতন, কঁচিকাঁচা কিন্ডারগার্টেন, ড্যাফোডিল কিন্ডারগার্টেন, ফোরস্টার কিন্ডারগার্টেন, ইমামপুর কিন্ডারগার্টেন, আ কিন্ডারগার্টেন, আলভী কিন্ডারগার্টেন, মা ইন্টারন্যাশনাল। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন- ছেংগারচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাকবুল আহম্মেদ।
পরীক্ষা শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়ার জন্য তদারকি করেন- মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শেখ মানযুর আহম্মেদ, সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, সদস্য টিপু সুলতান, মোহাম্মদ হোসেন, শ্রী পরিতোষ মজুমদার, হেলাল উদ্দিন। হল সুপারের দায়িত্বে ছিলেন- প্রভাষক মিজানুর রহমান ও মিজানুর রহমান।
া