পাউবো’র মেঘনা-ধানগোদা সেচ প্রকল্পের সিপাইকান্দি বরোপীট বনায়নের জন্য লিজকৃত জায়গায় বালু ভরাটের জন্য স্থাপনকৃত ড্রেজার ভাঙচুর ও বাড়িতে লুটপাটের ঘটনার প্রতিবাদে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোঃ এরফানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ঠেটালিয়া গ্রামের সেলিনা বেগম। বিকেল ৫ টায় মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া বাজার মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সেলিনা বেগম তার লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি লিখিত বক্তব্য পাঠ করেন যে, সরকারি বিধি অনুযায়ী মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত পরিত্যক্ত ২.৯৮ একর জায়গা জনস্বার্থে বনায়নের জন্য ২০১৯ সাল পর্যন্ত ৭ বছরের জন্য সেলিনা বেগম, স্বামী- নূরুল হক, গ্রাম- সিপাইকান্দি, গংদের নামে লিজ নেই।
উক্ত লিজকৃত জায়গা ভরাটের জন্য গত কয়েকদিন পূর্বে থেকে ড্রেজারের মাধ্যমে বালু ফালানো হয়। কিন্তু বে-আইনী ভাবে মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোঃ এরফানের নির্দেশে এস আই মনির হোসেন উপস্থিত থেকে গত ১৬ জুন রাত সোয়া ১টায় সিরাজুল ইসলাম মিজি, মানিক মিজি, মামুন মিজি, মান্নান মিজি, হান্নান মিজি, তানভীর, সেলিম ভূইয়া, মাইনুদ্দিন ভূইয়া, ফজলুল হক ভূইয়া, মোখলেছ বেপারী ও দুলাল ঢালী গংদের নেতৃত্বে ৪টি ড্রেজার মেশিনের পাইপ ভেঙে ফেলে। যার মূল্য আনুমানিক সাড়ে ৬ লাখ টাকা। এছাড়া উলেখিত ব্যক্তিরা লিজ গ্রহীতা সেলিনা বেগমের বসত ঘরে ঢুকে তাদেরকে বেধম মারধর করে ঘরে থাকা সুকেস, আরমারি ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালংকার লুটপাট করে।
এ ঘটনা নিয়ে গত ১৭ জুন মতলব উত্তর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মতলব উত্তর থানার ওসি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা হয় এবং এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। ওসি এক পর্যায়ে ড্রেজার মেশিন ভাঙচুরের কথা স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী, সাবেক ইউপি সদস্য মাহফুজ, গোলাম নবী খোকন। সংবাদ সম্মেলনে এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
চাঁদপুর নিউজ সংবাদ